বাংলাদেশকে বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ অতি অবশ্যই দুনিয়ার যে কোনো দেশের মানুষের চেয়ে ধার্মিক, কিন্তু কোনোভাবেই তারা সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী নয়। বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। যে ধর্মে সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই। কারণ ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মুহাম্মদ (সা.) কোনো বিশেষ সম্প্রদায় বা জাতিগোষ্ঠী নয়, মানবজাতির পথপ্রদর্শক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। বাংলাদেশের মানুষ মনেপ্রাণে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হলেও বিভেদকামী অপশক্তি যাতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে কোনো অঘটন ঘটাতে না পারে, তা নিশ্চিত করতে সরকার সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বছর পূজামণ্ডপ ও দুর্গাপূজার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিয়োজিত থাকবে। স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও দায়িত্ব পালন করবে। সিসিটিভির মাধ্যমে ২৪ ঘণ্টা পূজা মনিটরিং করা হবে। থাকবে গোয়েন্দা নজরদারি। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে কি না, তা কঠোরভাবে নজরদারি করা হবে। রাজধানী ঢাকাসহ সারা দেশে দুর্গাপূজা উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এবার দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি নেই। শান্তিপূর্ণ পরিবেশেই সারা দেশে দুর্গাপূজা উদ্যাপিত হবে। পূজার নিরাপত্তায় থাকছেন ২ লাখ আনসার সদস্য এবং অ্যাপসে নজরদারি করবে সংস্থাটি। প্রতি বছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পূজাকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস ও আগ্রহ তৈরি হয়েছে। আলেম সমাজের পক্ষ থেকে বলা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে প্রয়োজনে নিরাপত্তামূলক ভূমিকা পালন করবে মুসলিম ভাইয়েরা। এ মনোভাব বাংলাদেশের মানুষের উদার মনোভাব স্পষ্ট করেছে। জাতীয় ঐক্যের ভিতকে করেছে শক্তিশালী। সম্প্রীতির এই মনোভাব যে কোনো মূল্যে বজায় রাখতে হবে।
শিরোনাম
- ঢাকা-ইসলামাবাদ অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার
- শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন সিভাসু’র অধ্যাপক হুমায়ুন
- কেন শান্তিতে নোবেল পাবেন না ট্রাম্প, যা বলছেন বিশেষজ্ঞরা
- কালকিনিতে গৃহবধূকে আটকে রেখে নির্যাতন, দোষীদের শাস্তি দাবি
- সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজির পাঁচ বছরের কারাদণ্ড
- পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
- নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা
- আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হচ্ছে গ্র্যান্ড সুফী নাইট
- দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩২
- কালকিনিতে আড়িয়াল খাঁ নদীর ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার
- মানুষের আস্থা অর্জন করাই বিচার বিভাগের কাজ : প্রধান বিচারপতি
- হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন শেহবাজ শরিফ
- সারা দেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৬৪৪
- নির্বাচনে গাদ্দাফির অর্থ ব্যবহার, দোষী সাব্যস্ত সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি
- গাজা ইস্যুতে ২১-দফা নতুন পরিকল্পনা ট্রাম্পের
- বগুড়ায় বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত
- ভারতে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
- ক্যাম্পবেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নিয়ে মতবিনিময়
- দিনাজপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
- চুয়াডাঙ্গায় ৬৫০ গ্রাম দানাদার রুপা জব্দ
শারদীয় দুর্গাপূজা
দেশজুড়ে নিরাপত্তার চাদর
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর