শারদীয় দুর্গোৎসবের বিজয়াদশমী আজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দেবী বিসর্জনের মাধ্যমে আজ শেষ হচ্ছে। বলা হয়ে থাকে- নির্যাতিত, নিপীড়িত ও অত্যাচারিত জীবের দুর্গতি হরণের জন্য দেবী দুর্গার আবির্ভাব। দেবতাদের তপস্যা ও জ্যোতি থেকে সৃষ্ট আদ্যাশক্তি মহামায়া দুর্গা নাম ধারণ করে পৃথিবীতে আগমন করেন। তান্ত্রিক সাধকরা দুর্গাকে মাতৃজাতির প্রতীক বলে তাকে নারী মূর্তিতে কল্পনা করেন। বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা প্রতি বছরের মতো এবারও হাজির হয়েছিল ভক্তদের মাঝে। ষষ্ঠী তিথিতে বোধন ও অধিবাসের মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতার শুরু হয় সপ্তমী, অষ্টমী ও নবমীর পূজার্চনার পর বিজয়াদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তার সমাপ্তি হচ্ছে। দুর্গাপূজার লক্ষ্য শুভ শক্তির আরাধনা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, আদ্যাশক্তি মহামায়া সৃষ্টির আদি কারণ। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির অভ্যুদয় দুর্গা আরাধনার মূল উদ্দেশ্য। যুগের বিবর্তনে দুর্গোৎসব বাঙালির লোকজ সংস্কৃতির অনুষঙ্গ হিসেবে ঠাঁই পেয়েছে। বাঙালি ঐতিহ্যগতভাবেই উৎসবপ্রিয়। ঈদ ও পূজা ঘিরে জাতীয় জীবনে যে আবেগ সৃষ্টি হয় তা এ সত্যকেই তুলে ধরে। এক সম্প্রদায়ের প্রতি অন্য সম্প্রদায়ের সহমর্মিতা জাতীয় ঐক্যকেই সুসংহত করে। বিজয়াদশমী উপলক্ষে রাষ্ট্র ও সরকার এবং শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের পক্ষ থেকে দেশের সনাতন ধর্মাবলম্বীদের অভিনন্দন জানানো হয়েছে। তাদের সবার কণ্ঠে ঘোষিত হয়েছে ধর্ম যার যার, দেশ সবার- এই অমিয় চেতনায় অভিন্ন অনুভূতি। এ বছর দুর্গাপূজা উপলক্ষে এক দিনের বদলে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। যা উৎসবের আমেজ বাড়াতে সহায়তা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতি বছরের মতো এ বছর দুর্গাপূজা উপলক্ষে শান্তিশৃঙ্খলা রক্ষায় যে আন্তরিক ভূমিকা রেখেছেন তা প্রশংসার দাবিদার। বিভেদকামী শক্তি যাতে দুর্গাপূজা উপলক্ষে শান্তিশৃঙ্খলার অবনতি না ঘটাতে পারে তা নিশ্চিত করতে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবিও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। ছাত্র ও যুবসমাজ পালন করেছে অতন্দ্র প্রহরীর ভূমিকা। বিজয়াদশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমাদের ফুলেল শুভেচ্ছা।
শিরোনাম
- ভেনেজুয়েলায় সামরিক হামলা নিয়ে মনস্থির করে ফেলেছি: ট্রাম্প
- ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন