মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

একাদশ-দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান প্রথম পত্র

জিল্লুর রহমান, প্রভাষক

একাদশ-দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান প্রথম পত্র

দ্বিতীয় অধ্যায়

১. নিম্নের কোনটি হিসাব লিপিবদ্ধকরণের সঠিক ক্রম?

ক. স্থানান্তরকরণ, জাবেদাকরণ, বিশ্লেষণ       

খ. জাবেদাকরণ, বিশ্লেষণ, স্থানান্তরকরণ

গ. বিশ্লেষণ, স্থানান্তরকরণ, জাবেদাকরণ       

ঘ. বিশ্লেষণ, জাবেদাকরণ, স্থানান্তরকরণ      

২. সব সম্পদ ডেবিট এবং সব দায় ও মালিকানা স্বত্ব ক্রেডিট হলে জাবেদাটির ধরন কিরূপ হবে?

ক. প্রারম্ভিক জাবেদা লিখন     

খ. সমাপনী জাবেদা লিখন     

গ. সমন্বয়ী জাবেদা লিখন        

ঘ. সংশোধনী জাবেদা লিখন

৩. কর্মচারীদের উৎসব বোনাস দেওয়া হলে এর জাবেদা হবে-

ক. বেতন ও ভাতা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

খ. নগদান হিসাব ডেবিট, বেতন ও ভাতা হিসাব ক্রেডিট

গ. উৎসব বোনাস হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট

ঘ. বেতন হিসাব ডেবিট, উৎসব বোনাস হিসাব ক্রেডিট

৪. ব্যবসায়ের কাজের জন্য ব্যাংক থেকে টাকা তোলা হলো। এর জাবেদা হবে :

ক. ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট      

খ. ব্যাংক ডেবিট, নগদান ডেবিট

গ. নগদান ডেবিট, ব্যাংক ডেবিট        

ঘ. নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট       

৫. হাসানের কাছ থেকে ঋণ গ্রহণের জাবেদা হবে :

ক. হাসান ডেবিট, নগদ ক্রেডিট          

খ. নগদ ডেবিট, হাসানের ঋণ ক্রেডিট

গ. নগদ ডেবিট, প্রদেয় বিল ক্রেডিট   

ঘ. নগদ ডেবিট, হাসান ক্রেডিট          

৬. ৩ বছরের জন্য বীমা খরচ নগদে প্রদান করলে এর জাবেদা হবে :

ক. বীমা খরচ ডেবিট, নগদান ক্রেডিট             

খ. অগ্রিম বীমা ডেবিট, নগদান ক্রেডিট

গ. নগদান ডেবিট, বীমা খরচ ক্রেডিট             

ঘ. নগদান ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট

৭. মেশিন সংস্থাপনের জন্য ২০,০০০ টাকা মজুরি খরচ হয়, যার জন্য ডেবিট করতে হবে :

ক. মূলধন হিসাব           খ. মেরামত হিসাব      

গ. মজুরি হিসাব            ঘ. মেশিন হিসাব

৮. ব্যবসায়ে ব্যবহারের জন্য ৫,০০,০০০ টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করা হলো। কার্যস্থলে আনার জন্য ১০,০০০ টাকা বহন খরচ দেওয়া হলো। বসানোর খরচ ১৫,০০০ টাকা, যার মধ্যে বসানোর মজুরি খরচ ৫,০০০ টাকা অন্তর্ভুক্ত কত টাকা ডেবিট করে যন্ত্রপাতি হিসাব খোলা হবে?

ক. ৫,০০,০০০ টাকা    খ. ৫,১০,০০০ টাকা    

গ. ৫,২৫,০০০ টাকা     ঘ. ৫,৩০,০০০ টাকা   

৯. ক্রেডিট কখন হয়?

ক. সম্পদ ও দায় উভয় হ্রাস পেলে     

খ. সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি পেলে

গ. সম্পদ ও দায় উভয় বৃদ্ধি পেলে     

ঘ. সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস ফেলে

১০. বাংলাদেশে কত সালে ভ্যাট চালু হয়?

ক. ১৯৯০ সালে খ. ১৯৯১ সালে           

গ. ১৯৯২ সালে         ঘ. ১৯৯৩ সালে

১১. বিক্রয় বইতে যা লিপিবদ্ধ হয়-

ক. সব বিক্রয়    খ. নগদ বিক্রয়

গ. বাকিতে বিক্রয়        ঘ. বাকিতে ক্রয়

১২. যদি মালিক নিজ ব্যবহারের জন্য ব্যবসায় হতে পণ্য গ্রহণ করে, তবে জাবেদা হবে-

ক. উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট করা    

খ. ক্রয় হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট করা

গ. উত্তোলন হিসাব ডেবিট, মজুদ হিসাব ক্রেডিট করা  

ঘ. বিক্রয় হিসাব ডেবিট, মজুদ হিসাব ক্রেডিট করা

১৩. উত্তোলনের ওপর সুদ ২৫০ টাকার জন্য ডেবিট করতে হবে-

ক. উত্তোলন হিসাব      খ. নগদান হিসাব

গ. অবচয় হিসাব         ঘ. বেতন হিসাব

১৪. তাইজুলের কাছ থেকে ১০% বাট্টায় পাওয়া গেল ৫,৪০০ টাকা। বাট্টার পরিমাণ কত?

ক. ৫৪০          খ. ৬০০          

গ. ৫,৪০০        ঘ. ৬,০০০

১৫. খতিয়ান একটি-

ক. সহকারী হিসাব বই 

খ. সমস্ত হিসাবের রাজা            

গ. উদ্বর্তপত্র   

ঘ. কোনোটিই নয়

১৬. নিম্নের কোন সম্পর্কটি যুক্তিসংগতভাবে উপস্থাপন করা যায় না?

ক. ক্যাশ মেমো-নগদান বই-রেওয়ামিল- উদ্ধৃর্তপত্র      

খ. চালান-ক্রয় জাবেদা-পাওনাদার খতিয়ান-বহিফেরত বই

গ. চালান-বিক্রয় জাবেদা-দেনাদার খতিয়ান-আন্তফেরত বই   

ঘ. ক্যাশ মেমো- নগদান বই-ক্রয় জাবেদা-পাওনাদার খতিয়ান

১৭. একটি ব্যবসায় প্রতিষ্ঠান ২/১০, হ/৩০ শর্তে ৬,০০০ টাকার পণ্য ক্রয় করে। ১,০০০ টাকার পণ্য ফেরত দেওয়া হয় এবং বাকি টাকা বাট্টর সময়ের মধ্যে পরিশোধ করা হয়, তাহলে বাট্টার পরিমাণ টাকায় কত?

ক. ১০০           খ. ১২০           

গ. ৬০০           ঘ. ৫০০          

১৮. শরীফের কাছে পাওনা প্রাপ্য টাকার ১০% বা ১,০০০ টাকা মওকুফ করা হলো। এর হিসাব কোনটি?

ক. অনাদায়ী দেনা        খ. কুঋণ        

গ. নগদ বাট্টা             ঘ. কারবারি বাট্টা

১৯. নিচের কোনটি হিসাবচক্রের ধাপ নয়?

ক. লিপিবদ্ধকরণ          খ. শ্রেণিবদ্ধকরণ                    

গ. যাচাইকরণ   ঘ. তথ্য পরিবেশন

২০. বর্তমানে প্রতিষ্ঠানের সর্বাধিক চাহিদা পূরণের জন্য প্রচলন হয়েছে-

i. নগদ প্রাপ্তি জাবেদা 

ii. নগদ প্রদান জাবেদা

iii. নগদ আয়-ব্যয় জাবেদা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                        খ. i ও iii

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২১. কন্ট্র সম্পদ হলো-

i. অবচয় সঞ্চিতি

ii. অনাদায়ী পাওনা সঞ্চিতি

iii. বন্ডের অবহার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                        খ. i ও iii

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২২. ২/১০, নিট ৩০ দিন দ্বারা বোঝায়-

র. ১০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে ২% বাট্টা পাওয়া যাবে

রর. ২ দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে ১০% বাট্টা পাওয়া যাবে

ররর. ৩০ দিনের মধ্যে অবশ্যই মূল্য পরিশোধ করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                        খ. i ও iii

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২৩. লেনদেনের বৈশিষ্ট্য হলো-

i. সয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র

ii. সর্বদা দৃশ্যমান

iii. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য

কোনটি সঠিক?

ক. i ও ii                        খ. i ও iii

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

ন্ডেন্ডেমসার্স হিমু ট্রেডার্স ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে ১,০০,০০০ টাকার পণ্য ১০% কারবারি বাট্টায় ক্রয় করেন। ১০ দিন পর উক্ত মালের মূল্যের অর্ধেক ১০% নগদ বাট্টায় পরিশোধ করেন।

২৪. মেসার্স হিমু ট্রেডার্সের হিসাবভুক্ত বাট্টার পরিমাণ কত?

ক. ৪,৫০০ টাকা           খ. ৯,৫০০ টাকা                      

গ. ১০,০০০ টাকা          ঘ. ২০,০০০ টাকা

২৫. অবশিষ্ট অর্থেক যদি বাট্টায় পরিশোধ করা না যায়, তাহলে-

i. প্রত্য পরিচালনা আয় কমবে

ii. পরো পরিচালনা আয় কমবে

iii. সম্পত্তির পরিমাণ কমবে

নিচের কানটি সঠিক?

ক. i ও ii                        খ. i ও iii

গ. ii ও iii            ঘ. i, ii ও iii

 

উত্তরমালা : ১. ঘ ২. ক ৩. ক ৪. ঘ ৫. খ ৬. খ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. খ ১১. গ ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. গ ২০. ক ২১. ক ২২. খ ২৩. খ ২৪. ক ২৫. গ

সর্বশেষ খবর