শিরোনাম
সোমবার, ৩০ মার্চ, ২০২০ ০০:০০ টা

অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মো. আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক

[ পূর্বে প্রকাশের পর ]

 

সাংস্কৃতিক আদর্শ

সাংস্কৃতিক আদর্শ বলতে কোনো দেশ বা সমাজের মানুষের সংস্কৃতির ধরনকে বোঝায়। প্রতিটি দেশ বা সমাজের রয়েছে নিজস্ব সাংস্কৃতিক আদর্শ। এগুলো হলো আচার-আচরণ, খাদ্য, পোশাক, বিশ্বাস, ধর্মবিশ্বাস, লোককাহিনি, সংগীত, লোককলা ইত্যাদি। কোনো দেশ বা সমাজের সাংস্কৃতিক আদর্শের মাঝে ওই দেশ বা সমাজের মানুষের জীবন প্রণালী ও বৈশিষ্ট্য ফুটে ওঠে। এই আদর্শের কারণে বিভিন্ন দেশের সংস্কৃতির মধ্যে পার্থক্য দেখা যায়।

উত্তরা গণভবন

উত্তরা গণভবন বাংলাদেশের একটি অন্যতম প্রত্ননিদর্শন। এটি নাটোরের দিঘাপাতিয়ার জমিদারদের তৈরি প্রাসাদ। প্রাসাদটির চমৎকার স্থাপত্যকর্ম সবার দৃষ্টি আকর্ষণ করে। দিঘাপাতিয়ার জমিদারদের প্রাসাদ হলেও এটি এখন উত্তরা গণভবন নামে পরিচিত।

পানামনগরের স্থাপত্যনিদর্শন

পানামনগরের স্থাপত্য ইউরোপীয় ও মোগল স্থাপত্যরীতি অনুসরণ করে নির্মিত। পানামনগরের ইমারতগুলো পথের দুই পাশে অত্যন্ত সুন্দরভাবে সাজানো। চওড়া পথের উত্তর পাশে ৩১টি এবং দক্ষিণ পাশে ২১টি ইমারত রয়েছে। এগুলো তৈরি করেছিলেন স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা। এগুলোর মধ্যে সর্দারবাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি, হাসিময় সেনের বাড়ি উল্লেখযোগ্য।

সর্বশেষ খবর