রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
একাদশ অধ্যায় : জীবের প্রজনন

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু : সহকারী অধ্যাপক

১. নিচের কোনটি উভলিঙ্গ ফুল?

ক. লাউ                খ. কুমড়া             গ. ধুতুরা               ঘ. হাতি শূঁড়

২. কোন ফুলে একগুচ্ছবিশিষ্ট পরাগদন্ড  থাকে?

ক. জবা                খ. ধুতুরা               গ. শিমুল              ঘ. মটর

৩. শিমুল ফুলের পুংস্তবক কোন ধরনের?

ক. একগুচ্ছ  খ. দ্বিগুচ্ছ  গ. বহুগুচ্ছ  ঘ. দললগ্ন

৪. ফুলে চিত্র :x এর বিন্যাস কী রূপ হলে, তাকে যুক্তধানী বলে?

ক. P একগুচ্ছ   খ. Q মুক্ত অবস্থায়

গ. P দলমন্ডলের সঙ্গে যুক্ত ঘ. Q একগুচ্ছে

৫. Epipetalous পুংস্তবক নিচের কোনটিতে?

ক. জবা খ. মটর গ. শিমুল ঘ. ধুতুরা

৬. পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু কোথায় পতিত হয়?

ক. গর্ভাশয়ে       খ. গর্ভদন্ডে

গ. গর্ভপত্রে        ঘ. গর্ভমুন্ডে

৭. পুংপুষ্পের বৃন্ত ছোট থাকে কোন পরাগী ফুলে?

ক. বায়ু খ. প্রাণী                গ. পানি                ঘ. পতঙ্গ

৮. নিচের কোনটি বায়ুপরাগী ফুল?

ক. কচু খ. সরিষা              গ. কুমড়া             ঘ. ধান

৯. প্রাণীর মাধ্যমে পরাগায়ন হয় কোন ফুলে?

ক. সরিষা             খ. ধান গ. পাতা শেওলা  ঘ. কদম

১০. পুং ও স্ত্রী জননকোষ মিলনের ফলে কোনটি সৃষ্টি হয়?

ক. নিষেক  খ. জাইগোট  গ. ভ্রণ  ঘ. অমরা

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও :

১১. ‘P’ চিহ্নিত অংশটি হলো-

ক. ভ্রণপোষক টিস্যু        খ, প্রতিপাদ কোষ

গ. ডিম্বক রন্ধ্র     ঘ. ডিম্বক মূল

১২. ‘M’ এর ক্ষেত্রে প্রযোজ্য-

i. নিষেকের ফলে এটি শস্যে পরিণত হয়

ii. নিষেকের পর 3n সংখ্যক ক্রোমোসোম থাকে

iii. নিষেকের ফলে এটি জাইগোটে পরিণত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের চিত্রটি দেখে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও :

১৩. নিচের কোনটি চিত্রের  A অংশে উৎপন্ন হয়?

ক. প্রতিপাদ কোষ           খ. জেনারেটিভ কোষ

খ. সহকারী কোষ              ঘ. গৌন কেন্দ্রিকা

১৪. চিত্রের B ও C অংশ মিলিত হলে নতুন সৃষ্ট কোষটি-

i. 3n বিশিষ্ট জাইগোট

ii. স্পোরোফাইটের প্রথম কোষ

iii. 3n বিশিষ্ট শস্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. কোনটি অপ্রকৃত ফল?

ক. আম                খ. জাম                 গ. কাঁঠাল            ঘ. চালতা

১৬. গর্ভাবস্থা কত সপ্তাহ পর্যন্ত বিদ্যমান থাকে?

ক. ৯-১০ সপ্তাহ খ. ২০-২৫ সপ্তাহ

গ. ৩৮-৪০ সপ্তাহ ঘ. ৩০-৩৫ সপ্তাহ

১৭. ভ্রুণ কার সাহায্যে জরায়ু গাত্রে সংস্থাপিত হয়?

ক. অ্যামনিয়ন খ. রক্তনালী

গ. অ্যাম্বিলিকাল কর্ত      ঘ. অমরা

নিচের উদ্দীপক অনুসারে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :

১৮. কত সপ্তাহ পর অ পূর্ণাঙ্গাতা পায়?

ক. ৪      খ. ৮       গ. ১২    ঘ. ২৮

১৯.  A -তে কয়টি সেক্স ক্রোমোসোম থাকে?

নিচের উদ্দীপকটি দেখ এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :

২০. মানবদেহে চিত্রটি গঠিত হতে কত সময় লাগে?

ক. ৩৬ ঘণ্টা  খ. ৭২ ঘণ্টা

গ. ৪ সপ্তাহ   ঘ. ৮ সপ্তাহ

২১. চিত্রটির বৈশিষ্ট্য হল-

i. জাইগোটের ক্লিভেজের ফলে তৈরি হয়

ii. অমরা সৃষ্টির আগে হয়

iii. এটি ব্লাস্টোসিস্টের আগের পর্যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                      খ. i ও iii

গ. ii ও iii            ঘ. i, ii ও iii

২২. ভ্রুণকে কখন ফিটাস বলা হয়?

ক. ৫ সপ্তাহ পর খ. ৬ সপ্তাহ পর

গ. ৮ সপ্তাহ পর ঘ. ১০ সপ্তাহ পর

২৩. কয়টি দেশে AIDS-এর বিস্তার ঘটেছে?

ক. ১৬২ খ. ১৬৩ গ. ১৬৪  ঘ. ১৬৫

২৪. HIV ক্ষতিসাধন করে-

ক. রক্তরসের খ. লোহিত রক্তকনিকার

গ. শ্বে রক্তকনিকারর ঘ. অনুচক্রিকার

২৫. HIV ভাইরাসে থাকে-

ক. রক্তরসের

খ. লোহিত রক্তনিকার

গ. শ্বেত রক্তকনিকার

ঘ. অনুচক্রিকার

i. RNA ii. ক্যাপসিড

iii. ফসফোলিপিড লেয়ার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                      খ. i ও iii

গ. ii ও iii            ঘ. i, ii ও iii

 

উত্তরমালা : ১. গ ২. ক ৩. গ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. খ ২০. খ ২১. ঘ ২২. গ ২৩. গ ২৪. গ ২৫. ঘ

সর্বশেষ খবর