শিরোনাম
সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চলচ্চিত্রে ফিরছেন মিষ্টি মেয়ে

শোবিজ প্রতিবেদক

চলচ্চিত্রে ফিরছেন মিষ্টি মেয়ে

‘আর ছোট পর্দা নয়, এবার চলচ্চিত্রে ফিরতে চাই।  আমি বড় পর্দার মেয়ে। রূপালী জগত আমাকে বড় বেশি কাছে টানে। মনের মতো গল্প আর চরিত্র পাই না বলেই চলচ্চিত্র থেকে দূরে আছি।’ বললেন পূর্ণিমা। ২০০৭ সালে বিয়ের পর বড় পর্দায় একেবারেই অনিয়মিত হয়ে পড়েন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা। বেশ কিছুটা বিরতি দিয়ে কাজে ফিরলেও নাটক, বিজ্ঞাপন আর রিয়েলিটি শোর বিচারক হিসেবেই ব্যস্ত থাকেন তিনি। ২০১৪ সালে সর্বশেষ মুক্তি পায় তার অনেক আগে অভিনীত ছবি ‘লোভে পাপ পাপে মৃত্যু’। গত বছর পূর্ণিমা বেশকিছু নাটক ও টেলিছবিতে কাজ করেছেন। এ ছাড়া মাত্র ৫ মিনিটের সচেতনতামূলক একটি নাটিকাতেও অভিনয় করেছেন। তার কথায় আপাতত  নাটকে কাজ করার ইচ্ছা নেই। চলতি বছর ছবির বাজেট ও গল্প পছন্দ হলেই কাজ শুরু করব। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবির জন্য ২০১০ সালে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। পূর্ণিমা বলেন, বড় পর্দায় ভালো কাজ দিয়েই ফেরার ইচ্ছা।  তাই নাটকে আপাতত কাজ করছি না। নতুন বছরে নতুনভাবে আসব। গত বছর পূর্ণিমা ও তাহসান অভিনীত ‘টু বি কন্টিনিউড’  ছবির ট্রেইলার প্রকাশ করা হয়। অনেক আগে শুটিং করা এ ছবিটি পরিচালনা করেন ইফতেখার আহমেদ ফাহমি। শিগগিরই পূর্ণিমা বড় পর্দায় ফিরবেন এই অপেক্ষা তার অগণিত দর্শক ভক্তের।

সর্বশেষ খবর