চলচ্চিত্রের জন্য খ্যাতনামা চ্যানেল এইচবিও এবং ডব্লিউবি শিগগিরই দক্ষিণ এশিয়ায় তাদের সম্প্রচার গুটিয়ে নিতে যাচ্ছে।
যার ফলে ভারত ও পাকিস্তানে দেখা যাবে না চ্যানেল দুটি। বাংলাদেশ ও মালদ্বীপে আপাতত বন্ধ হচ্ছে ডব্লিউবি চ্যানেল। গত ১৬ অক্টোবর চ্যানেল কর্তৃপক্ষ ওয়ার্নার মিডিয়া এ তথ্য জানিয়েছে। আগামী ডিসেম্বরের ১৫ তারিখ এ সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। এর পরের ধাপে এইচবিও চ্যানেলের কার্যক্রম বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্য দেশেও বন্ধ হতে পারে। তবে কী কারণে এমন সিদ্ধান্ত- তা কর্তৃপক্ষ স্পষ্ট না করলেও পশ্চিমা মিডিয়া বলছে করোনার ক্ষতির কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।
সে কারণে এইচবিও ও ডব্লিউবি বন্ধ করা হতে পারে। তবে এমন যুক্তি খুব একটা ধোপে টিকছে না। কারণ এই সংস্থার আরও অনেক চ্যানেল রয়েছে।