কলকাতার বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। এ ছাড়া তিনি একজন সংসদ সদস্যও। তাই সবকিছু মিলিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় তাকে। এত ব্যস্ততার মধ্যেও সম্প্রতি পশ্চিমবঙ্গের ভাঙড়ের জিরানগাছা ও নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। ওই দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে পাঁচ ঢিবি রোগীকে দত্তকও নিয়েছেন।
সম্প্রতি ভাঙড়ের নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির একটি সভায় অংশ নেন মিমি। সেখানেই ঢিবি রোগী দত্তকের কথা জানান। নিয়ম অনুযায়ী রোগীদের চিকিৎসার সব ব্যয়ভার বহন করবেন মিমি। এসব রোগীকে অন্যরাও যাতে দত্তক নিতে আগ্রহী হন, সে ব্যাপারেও তিনি বলেন, খুবই সামান্য টাকা লাগে মাসিক খরচে। ফলে যাদের সামর্থ্য আছে, ঢিবি রোগীদের দত্তক নিতে আহ্বান জানান তিনি।