কিছুদিন আগে রাস্তা আটকে বহুজাতিক সংস্থার পণ্যের প্রচার করতে গিয়ে নেটদুনিয়ার রোষানলে পড়েন বলিউড তারকা অভিনেত্রী আনুশকা শর্মা। অভিনেত্রীর প্রচারের জন্যই ট্রাফিক জ্যাম হয়েছে, এমন অভিযোগ উঠেছিল। আর তার জন্য সমালোচনাও করেছেন অনেকে। এ বিতর্কের মাঝেই এবার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে আনুশকার বিরুদ্ধে। এ ঘটনায় অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষুব্ধ মুম্বাই হাই কোর্ট। সম্প্রতি মুম্বাই হাই কোর্টের বিচারপতি নিতিন জামদার এবং গৌরী গডসে প্রশ্ন করেন, ‘নিজে কেন ট্যাক্স জমা দিতে পারবেন না অভিনেত্রী আনুশকা শর্মা?’ আইন অনুযায়ী মহারাষ্ট্রে বিজ্ঞাপন ও সংস্থার সম্প্রচারে অনুষ্ঠানের ভিত্তিতে কর প্রদান করার কথা আনুশকার। তবে আনুশকা এই নিয়ে ভিন্ন কথা বলেছেন।