শিরোনাম
রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আউটসাইডার অপূর্ব

শোবিজ প্রতিবেদক

আউটসাইডার অপূর্ব

জিয়াউল ফারুক অপূর্ব এবং রুনা খান এর আগে কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। বেশ কয়েক বছর বিরতির পর তাঁরা দুজন আবারও একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘আউটসাইডার’। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা করেছেন রুবেল হাসান। ‘আউটসাইডার’ মূলত স্বামী-স্ত্রীর বিচ্ছেদ হওয়ার পর সন্তানকে ঘিরে নানা ধরনের সমস্যা নিয়ে তৈরি নাটক। এ নাটকে অপূর্ব ও রুনার মেয়ের চরিত্রে অভিনয় করেছে মুনতাহা। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তটিনি। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এর আগে রুনার সঙ্গে ‘যদিও সন্ধ্যা’, ‘পথের প্রান্তে’ নাটকে অভিনয় করেছিলাম। রুনা নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী। সিনেমায়ও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন। অনেকদিন পর তার সঙ্গে কাজ করলাম। আশা করছি দর্শকের ভালো লাগবে নাটকটি।’ রুনা খান বলেন, ‘অপূর্ব’র সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সব সময়ই দুর্দান্ত। কারণ অপূর্ব এত বেশি সহযোগিতাপরায়ণ যে, তা ব্যাখ্যা করে বোঝানোর মতো নয়। সহশিল্পীকে সম্মান দিয়ে ঠিকঠাকমতো কাজ করে অপূর্ব। এ কারণেই অপূর্ব অপূর্বই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর