নাট্যদল পদাতিক নাট্য সংসদ (টিএসসি) সপ্তাহব্যাপী নাট্য উৎসবের আয়োজন করতে যাচ্ছে। দলটির আয়োজনে শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে সৈয়দ বদরুদ্দীন স্মৃতি নাট্য উৎসব ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান। এবারের আয়োজনে স্মারক সম্মাননা পেতে যাচ্ছেন অভিনেতা তারিক আনাম খান ও প্রয়াত মাসুম আজিজ। গত বছর বঙ্গজিত দত্ত এবং দেবপ্রসাদ ভট্টাচার্য এ সম্মাননা অর্জন করেন। সম্মাননা প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘যে কোনো পদক মানুষকে সমৃদ্ধ করে। কাজের প্রেরণা জোগায়। এ পদকটি পাওয়ার খবর আমার কাছে তেমন কিছুই। মঞ্চে দীর্ঘ সময় কাজ করার ফলশ্রুতিতে আমাকে এ সম্মাননা জানানো হচ্ছে। আমি পদাতিকের কাছে এ জন্য কৃতজ্ঞ।’ এবার ৩৪টি নাট্যদল এ উৎসবে অংশ নিচ্ছে। তার মধ্যে বাংলাদেশের রয়েছে ৩০টি নাট্যদল এবং ভারতের ৪টি নাট্যদল।