‘মহীনের ঘোড়াগুলি’ ব্যান্ডের অন্যতম সদস্য তাপস দাস ওরফে বাপি দা মারা গেছেন। ফুসফুসের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে রবিবার সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৭৫ সালে বাংলায় তৈরি হয় প্রথম রক ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’। এরপর দীর্ঘ ৪৮ বছর কেটে গেলেও একই রকম জনপ্রিয় তাদের গান। ইতোমধ্যেই এক এক করে চলে গেছেন মহীনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতারা।