‘আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরী...’। ১৯৮০ সাল। মুক্তি পেল সেই বিখ্যাত ছবি ‘ছুটির ঘণ্টা’। এই ছবির জনপ্রিয় এ গানটি এখনো শ্রোতারা ভোলেননি। এমন স্মৃতিকথা জানিয়ে অভিনেত্রী শাবানা সুদূর যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে জানালেন কীভাবে তিনি এই ছবিটির নায়িকা চরিত্রে যুক্ত হয়েছিলেন। ঢাকাই চলচ্চিত্রের বিউটি কুইনখ্যাত অভিনেত্রী শাবানা বলেন, নারায়ণগঞ্জের এক স্কুলছাত্র ঈদের ছুটির আগে বাথরুমে আটকা পড়েছিল এবং ১১ দিন স্কুল বন্ধ থাকাকালে বন্দিদশা অবস্থায় করুণ মৃত্যু হয় ছাত্রটির। পত্রিকায় এ খবরটি পড়ে প্রখ্যাত চিত্রনির্মাতা আজিজুর রহমান সিদ্ধান্ত নিলেন এ মর্মান্তিক সত্য ঘটনা অবলম্বনে তিনি একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। আজিজুর রহমানের অনুরোধে প্রখ্যাত সংগীত পরিচালক সত্য সাহা ছবিটি প্রযোজনায় উদ্যোগী হলেন। পত্রিকার দুই কলামের খবরে বিস্তারিত কিছু না থাকায় চিত্রনাট্যে অনেক ঘটনা ও চরিত্র জুড়ে দিতে হয়েছে। এমনকি জনপ্রিয় জাদুশিল্পী জুয়েল আইচকেও এই ছবিতে কাস্ট করা হয়। ঝামেলা বাধল গল্প নিয়ে। কারণ নায়ক-নায়িকা না থাকলে সিনেমা হল মালিকরা ছবিটি চালাতে চাইবেন না। তাই স্কুলের ঘণ্টাবাদক হিসেবে ঠিক করা হলো নায়ক রাজ্জাককে। কিন্তু নায়িকার কী হবে। কাকতালীয়ভাবে নায়িকার চরিত্রটি গল্পে যুক্ত হয়। কাকরাইল ফিল্মপাড়ায় এক দিন পরিচালক আজিজুর রহমান তাঁর অফিসের দরজা খুলে দেখতে পান এক মহিলা অফিসের টেবিলের ওপর বসে সিগারেট ফুঁকছেন। মহিলা জানালেন, তিনি সুইপারের স্ত্রী, স্বামীর জ্বর হয়েছে, তাই তিনি ঝাড়ু দিতে এসেছেন। নির্মাতা আজিজুর রহমানের ওই দৃশ্য দেখে মাথায় নায়িকার আইডিয়া আসে। নায়িকা হবে স্কুলের ঝাড়ুদারনি। সেই চরিত্রে আমিই নাকি যথাযথ। প্রস্তাব পেয়ে না করিনি। ওই চরিত্রে অভিনয়ের জন্য আমাকে নিয়ে ধোলাইখালের সুইপারপট্টিতেও গিয়েছিলেন পরিচালক। তাদের পরিবেশ, আচার-আচরণ, পোশাক, চলাফেরা কাছ থেকে দেখে শিখেছিলাম। যে স্কুলছাত্রকে নিয়ে ছবির কাহিনি আবর্তিত হয়েছে সেই স্কুলছাত্র খোকার ভূমিকায় নেওয়া হয় শিশুশিল্পী সুমন সাহাকে; যে প্রযোজক সত্য সাহার ছেলে। ছবির শুটিং হয়েছিল কাপ্তাই ও এফডিসিতে। দিনাজপুরের মডার্ন হলে ম্যাটিনি শোতে এক মহিলা ছবি দেখতে দেখতে আবেগে কোলের শিশুসন্তানকেই চাপ দিয়ে মেরে ফেলেন। এখনো ছবিটির কথা মনে পড়লে কানে বেজে ওঠে সেই মর্মস্পর্শী গান... ‘একদিন ছুটি হবে, অনেক দূরে যাব...!’ চির অমর হয়ে থাকবে ছুটির ঘণ্টা।
শিরোনাম
- কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
- পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে : নাসির উদ্দীন
- হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত
- নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে ক্লিনিং ডে উদ্বোধন
- গাজীপুরে ৪ ডাকাত গ্রেপ্তার
- ছয় হত্যা মামলার আসামি সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেপ্তার
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৬ মামলা
- ভারতকে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানো থেকে বিরত থাকতে হবে : শাহবাজ শরিফ
- ঠাকুরগাঁওয়ে নারী সমাবেশে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুলের স্ত্রী
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯১২
- বুড়িরহাট হটিকালচার সেন্টারে দেখা মিলল বিপন্ন প্রজাতির পুত্রঞ্জীব গাছ
- চলন্ত ট্রেনের বগি থেকে পড়ে গেলেন স্টেশন মাস্টার
- ১৩ নভেম্বর ঘিরে শঙ্কা নেই, ঢাকাবাসী তৎপরতা রুখে দেবে : ডিএমপি কমিশনার
- গাইবান্ধায় আগুনে বসতবাড়ি ভস্মীভূত
- স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ৩ লাখ টাকায় রফা, ভাগ নিলেন মাতবররা!
- শেরপুর জেলা যুবদলের সভাপতি মাসুদকে অব্যাহতি
- চাঁদপুরে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন
- ফ্যাসিবাদী গুম-খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে প্রামাণ্যচিত্র প্রদর্শনী বুধবার
- নেত্রকোনায় নিয়োগবিধিমালা সংশোধনের দাবিতে ক্লাস বর্জন, তালাবদ্ধ অধ্যক্ষ
- আর্মি সার্ভিস কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
‘ছুটির ঘণ্টা’র স্মৃতিকথা...
আমাকে সুইপারপট্টিতে যেতে হয়েছিল : শাবানা
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর