‘আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরী...’। ১৯৮০ সাল। মুক্তি পেল সেই বিখ্যাত ছবি ‘ছুটির ঘণ্টা’। এই ছবির জনপ্রিয় এ গানটি এখনো শ্রোতারা ভোলেননি। এমন স্মৃতিকথা জানিয়ে অভিনেত্রী শাবানা সুদূর যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে জানালেন কীভাবে তিনি এই ছবিটির নায়িকা চরিত্রে যুক্ত হয়েছিলেন। ঢাকাই চলচ্চিত্রের বিউটি কুইনখ্যাত অভিনেত্রী শাবানা বলেন, নারায়ণগঞ্জের এক স্কুলছাত্র ঈদের ছুটির আগে বাথরুমে আটকা পড়েছিল এবং ১১ দিন স্কুল বন্ধ থাকাকালে বন্দিদশা অবস্থায় করুণ মৃত্যু হয় ছাত্রটির। পত্রিকায় এ খবরটি পড়ে প্রখ্যাত চিত্রনির্মাতা আজিজুর রহমান সিদ্ধান্ত নিলেন এ মর্মান্তিক সত্য ঘটনা অবলম্বনে তিনি একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। আজিজুর রহমানের অনুরোধে প্রখ্যাত সংগীত পরিচালক সত্য সাহা ছবিটি প্রযোজনায় উদ্যোগী হলেন। পত্রিকার দুই কলামের খবরে বিস্তারিত কিছু না থাকায় চিত্রনাট্যে অনেক ঘটনা ও চরিত্র জুড়ে দিতে হয়েছে। এমনকি জনপ্রিয় জাদুশিল্পী জুয়েল আইচকেও এই ছবিতে কাস্ট করা হয়। ঝামেলা বাধল গল্প নিয়ে। কারণ নায়ক-নায়িকা না থাকলে সিনেমা হল মালিকরা ছবিটি চালাতে চাইবেন না। তাই স্কুলের ঘণ্টাবাদক হিসেবে ঠিক করা হলো নায়ক রাজ্জাককে। কিন্তু নায়িকার কী হবে। কাকতালীয়ভাবে নায়িকার চরিত্রটি গল্পে যুক্ত হয়। কাকরাইল ফিল্মপাড়ায় এক দিন পরিচালক আজিজুর রহমান তাঁর অফিসের দরজা খুলে দেখতে পান এক মহিলা অফিসের টেবিলের ওপর বসে সিগারেট ফুঁকছেন। মহিলা জানালেন, তিনি সুইপারের স্ত্রী, স্বামীর জ্বর হয়েছে, তাই তিনি ঝাড়ু দিতে এসেছেন। নির্মাতা আজিজুর রহমানের ওই দৃশ্য দেখে মাথায় নায়িকার আইডিয়া আসে। নায়িকা হবে স্কুলের ঝাড়ুদারনি। সেই চরিত্রে আমিই নাকি যথাযথ। প্রস্তাব পেয়ে না করিনি। ওই চরিত্রে অভিনয়ের জন্য আমাকে নিয়ে ধোলাইখালের সুইপারপট্টিতেও গিয়েছিলেন পরিচালক। তাদের পরিবেশ, আচার-আচরণ, পোশাক, চলাফেরা কাছ থেকে দেখে শিখেছিলাম। যে স্কুলছাত্রকে নিয়ে ছবির কাহিনি আবর্তিত হয়েছে সেই স্কুলছাত্র খোকার ভূমিকায় নেওয়া হয় শিশুশিল্পী সুমন সাহাকে; যে প্রযোজক সত্য সাহার ছেলে। ছবির শুটিং হয়েছিল কাপ্তাই ও এফডিসিতে। দিনাজপুরের মডার্ন হলে ম্যাটিনি শোতে এক মহিলা ছবি দেখতে দেখতে আবেগে কোলের শিশুসন্তানকেই চাপ দিয়ে মেরে ফেলেন। এখনো ছবিটির কথা মনে পড়লে কানে বেজে ওঠে সেই মর্মস্পর্শী গান... ‘একদিন ছুটি হবে, অনেক দূরে যাব...!’ চির অমর হয়ে থাকবে ছুটির ঘণ্টা।
শিরোনাম
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
‘ছুটির ঘণ্টা’র স্মৃতিকথা...
আমাকে সুইপারপট্টিতে যেতে হয়েছিল : শাবানা
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর