সমুদ্র দেখার বাসনা। শুধু এই বাসনার ওপর সুখ-দুঃখের গল্প বয়ে গেছে। এমন আকুতির গল্পে ছোট পর্দায় জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর নতুন ওয়েবফিল্ম ‘নীল জলের কাব্য’ আসছে। শিহাব শাহীন পরিচালিত এই ওয়েবফিল্মটি ১৬ নভেম্বর মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে। বৃহস্পতিবার ‘নীল জলের কাব্য’র ট্রেইলার প্রকাশ হয়েছে। এতে দেখা গেছে, মেহজাবীনের নীল জল ছোঁয়ার আকুতি। নানাজনের কাছে কক্সবাজারের গল্প শোনে, গল্পের বুনন হয় কিন্তু যাওয়া হয়ে ওঠে না নিম্ন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ মেহজাবীনের। গভীর নীল জলরাশির মতো গল্পের গভীরতা নিয়ে আসছে ‘নীল জলের কাব্য’।