শিরোনাম
শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

মুগ্ধ তানজিকা আমিন

শোবিজ প্রতিবেদক

মুগ্ধ তানজিকা আমিন

রাস্তায় বের হলেই মন ভালো হচ্ছে তানজিকা আমিনের। দেশের সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনে কাজ করছেন শিক্ষার্থীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়কে কাজ করছেন তারা। তাদের সঙ্গে সঙ্গে যোগ দেন আনসার ও রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা। শিক্ষার্থীদের এ বিষয়টি মুগ্ধ করেছে দেশের সাধারণ জনগণ ও তারকাদের। রাস্তায় দায়িত্বরত শিক্ষার্থীদের এমন কর্মকান্ড নিয়ে ইতোমধ্যে গণমাধ্যমে সংবাদ প্রকাশও হয়েছে। তাদের প্রশংসায় অনেকেই লিখেছেন নিজের মতামত। তেমনই অভিনেত্রী তানজিকা আমিন। ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ অভিনেত্রী লেখেন, দিনের বেলায় রাস্তায় বের হলেই মন ভালো হয়ে যাচ্ছে। তার এই স্ট্যাটাস নজর কেড়েছে অনেকেরই। তাই মন্তব্যের ঘরে অনেকেই প্রশংসা করেছেন শিক্ষার্থীদের এমন দায়িত্বশীল আচরণের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর