নন্দিত নাট্য নির্দেশক ও শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ ১০ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে একাডেমিতে যোগদান করেছেন। সেই সূত্রে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে একাডেমি নিয়ে তাঁর পর্যবেক্ষণ ও প্রতিশ্রুতির কথা বিস্তারিত জানান। ১২টি শিরোনামে তুলে ধরেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির আইনের ফাঁক, সমাধানের রূপকল্প, কট্টরপন্থি বাধা, বৈশ্বিক সংযোগ বৃদ্ধি, অর্থনৈতিক মুক্তিসহ প্রায় সবটুকু। অনেকটা মহাপরিচালকের দায়িত্ব নিয়ে সেটি যথাযথ পালনের লক্ষ্যে ইশতেহার প্রকাশের মতো। ভোটের বাজারে যেটির উল্টো চিত্র দেখে আসছেন ভোটাররা! এবার সেই রীতিতে বদল এনে ড. সৈয়দ জামিল আহমেদ যেন আশার মশাল জ্বালিয়ে দিলেন অন্ধকার হয়ে আসা দেশের শিল্প-সংস্কৃতির দেয়ালে।