সম্প্রতি নির্মিত হয়েছে ইমরাউল রাফাতের চিত্রনাট্যে একক নাটক ‘সাত দিনের কমিশনার’। সজীব খানের গল্প, রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, মাসুম বাশার, রেশমা আহমেদ, জাবেদ গাজীসহ আরও অনেকেই। গল্পে দেখা যায়, কাঁচা বাজারের লাগামহীন দাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ বিভ্রাট, ঘুষ-দুর্নীতি সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ! প্রতিবাদ করার মতো কেউ নেই। আর প্রতিবাদটা যে করবে কার কাছে করবে? কে শুনবে সাধারণ মানুষের কথা? যশোর সদরের রুপাতলির মিজান গত কয়েক মাস ধরে কয়েক জায়গায় এর সমাধানের জন্য গেলেও কেউ তাকে কোনো সমাধান দেয়নি। তরমুজ তার প্রিয় ফল, আজকে সেটার দামও বেড়ে গেছে। মিজান আর মানতে পারে না। তাই সে সাধারণ মানুষকে নিয়ে ২০০ টাকার তরমুজ কেন ১২০০ টাকা এটা নিয়ে ‘আমরণ অনশন’-এর ডাক দিয়েছে! এদিকে ‘সাত দিনের কমিশনার’ মিজান যেভাবে সবার সঙ্গে মিলে এলাকার সমস্যা সমাধানে কাজ করেছে সেটার জন্য মিজানকে নেহার ভালো লেগে যায়। তাই সে সিদ্ধান্ত নিয়েছে সে মিজানকে বিয়ে করতে চায়। মিজান একটা হাসি দেয়। কারণ, তার উদ্দেশ্য কোনোদিনই ক্ষমতা ছিল না। সে শুধু সারা জীবন একটা জিনিসই চাইসে, নেহাকে তার বউ বানাতে! তাহলে আর দেরি কেন? বিয়েটা করেই ফেলি তাহলে নাকি? বলে মিজান। নেহা হাসতে থাকে। এমন বিষয় নিয়ে নির্মিত নাটক ‘সাত দিনের কমিশনার’। নাটকটি আজ বিকাল ৩টায় প্রচার হবে এলবিসি এন্টারটেইনমেন্টে।