অমিতাভ বচ্চন
বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন দশকের পর দশক দর্শকের মনে আসন পেতে বসে আছেন। কিন্তু তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন কেরানির চাকরি দিয়ে। তাঁর প্রথম পারিশ্রমিক ছিল মাত্র ৫০০ রুপি।
শাহরুখ খান
বলিউড বাদশাহ শাহরুখের ছবি পাঠানে তাঁর পারিশ্রমিক ১২০ কোটি রুপি বলে জানা গেছে। কিন্তু এতটা সহজ ছিল না তাঁর এ পর্যন্ত আসা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁর প্রথম পারিশ্রমিক ছিল মাত্র ৫০ রুপি। পঙ্কজ উদাসের একটি কনসার্টে লাইটম্যান ছিলেন তিনি। হলের অন্ধকারে সেদিন দর্শকদের আলো দেখিয়ে সিটে পৌঁছে দিয়েছিলেন আজকের সুপার স্টার শাহরুখ।
আমির খান
ছবিতে অভিনয় করার জন্য এখন আর পারিশ্রমিক নেন না অভিনেতা আমির খান। তাঁর আগামী ছবি লাল সিং চাড্ডাতে তিনি ছবির ৭০ শতাংশের মালিক অর্থাৎ ছবিটি যত টাকা লাভ করবে তার ৭০ শতাংশ পাবেন আমির। তবে আমিরের শুরুর দিনগুলো ছিল একেবারে অন্যরকম। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এই অভিনেতা। তাঁর প্রথম পারিশ্রমিক ছিল মাত্র এক হাজার রুপি।
প্রিয়াঙ্কা চোপড়া
শুধু বলিউডে শীর্ষ নায়িকাই নন প্রিয়াঙ্কা চোপড়া, এখন তিনি আন্তর্জাতিক মুখ। হলিউডেও তিনি বেশ জনপ্রিয়। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হওয়ার পর তাঁর প্রথম পারিশ্রমিক ছিল মাত্র ৫ হাজার রুপি।
দীপিকা পাড়ুকোন
কয়েকদিন আগে দীপিকা পাড়ুকোন ঘোষণা করেন, তাঁর আগামী ছবি হলিউডের একটি রোমান্টিক কমেডি। সেই ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবিটির সহ-প্রযোজনাও করবেন এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তাঁর প্রথম পারিশ্রমিক ছিল মাত্র দুই হাজার রুপি।
অক্ষয় কুমার
অক্ষয় কুমার এখন যেকোনো ছবির জন্য পারিশ্রমিক নেন ১২০ কোটি রুপি। অক্ষয়ের বিলাসবহুল জীবনও চোখেপড়ার মতো। কিন্তু জীবনের শুরুতে অনেকটাই স্ট্রাগল করতে হয়েছিল এই অভিনেতাকে। বলিউডে অভিষেকের আগে ব্যাংককে ওয়েটার ও শেফের চাকরি করতেন অক্ষয় কুমার। তাঁর মাসিক আয় ছিল মাত্র ৫ হাজার রুপি।
হৃত্বিক রোশান
সিনেমায় ব্যাক ডান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন হৃত্বিক রোশান। জিতেন্দ্রর পেছনে নেচে ডান্সার হৃত্বিক পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ১০০ রুপি। সেই হৃত্বিকই এখন সুপারস্টার। ছবি পিছু এখন তার পারিশ্রমিক ৪৮ থেকে ৫০ কোটি রুপি।
রণবীর কাপুর
রণবীরের ক্যারিয়ার অবশ্য শুরু হয়েছিল একেবারে অন্যভাবে। সিনেমায় ডেবিউ করার আগে একটি বিজ্ঞাপনে বাবার সঙ্গে ছিলেন তিনি। সেই বিজ্ঞাপনে তার পারিশ্রমিক ছিল ৮ লাখ ১৬ হাজার রুপি।