‘প্রিয় প্রজাপতি’, ‘মিথ্যে প্রেমের গল্প’ এবং ‘চলো হারিয়ে যাই’ এর ব্যাপক সফলতার পর ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে গত রবিবার সন্ধ্যা ৬টায় অবমুক্ত হয়েছে বসুন্ধরা এক্সট্রিম মশার কয়েল নিবেদিত ভিন্ন নির্মাণের নাটক ‘অনেকদিন পরে’। এর রচনায় মেজবাহ উদ্দিন সুমন। রুবেল হাসানের গল্প ও পরিচালনায় নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন এ প্রজন্মের দুই জনপ্রিয় মুখ মুশফিক আর ফারহান এবং কেয়া পায়েল। আরও অভিনয় করেছেন সাবেরী আলম, ফায়াজ আহমেদ ববি, সাবিহা জামান, শেহজাদ ওমর, মানতাহা ওয়ার্দা তামান্না, প্রিয়া জান্নাত, আশরাফুল আলম সোহাগ, সাদিয়া ইসলাম জুঁই, সাইফ উদ্দিন রুবেল, রাফিয়ান রাফি, নিলিমা, রিয়া, ঊর্মি, রিমি, মিতালী, রিধি, রিতিলা, রুবেল, সৃষ্টি, রহিমা, অলি, কেয়া, প্রসেনজিৎ, রিম্পি, তন্বি, দ্বীপ দত্ত আকাশ প্রমুখ। নাটকটির চিত্রগ্রাহক নাঈম ফুয়াদ এবং প্রযোজনায় আনোয়ারুল আলম সজল। এদিকে মুক্তির এক দিনের মধ্যে নাটকটি সাড়ে ২১ লাখ মানুষ দেখেছে, যা একটি অনন্য মাইলফলক। নাটকটি নিয়ে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘প্রোজেক্টটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। গল্পে-নির্মাণে সিনেমাটিক ফিল্ম নিয়ে আসার চেষ্টা করেছি। কোনো রকম ছাড় না দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কিছু করার। আপলোডের পর দর্শকদের এমন সাড়া পেয়ে মনে হচ্ছে বোধহয় ভালো কিছুই করতে পেরেছি। ক্যাপিটাল ড্রামাকে ধন্যবাদ গতানুগতিক নাটকের বাইরে গিয়ে এরকম বিগ প্রোজেক্ট নিয়ে কাজ করার জন্য।’ কেয়া পায়েল বলেন, ‘ডিরেক্টর আমার কাছে গল্পটি যখন শেয়ার করলেন, খুবই ডিফরেন্ট একটি কাজ মনে হলো। মনে হয়েছে, করলে হয়তো দর্শক আমাকে অন্যভাবে দেখতে পাবেন। তো, সেই জায়গা থেকে নাটকটি করা। অনেক যত্ন করে কাজটি করেছি। যার কারণে, দর্শক কাজটি পছন্দ করেছেন।’ এ কাজটি নিয়ে অনেক উচ্ছ্বাস ব্যক্ত করেছেন মুশফিক আর ফারহানও।
এদিকে হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল বলেন, ‘আমরা সব সময় ভিন্নধর্মী প্রোজেক্ট করার চেষ্টা করি। সেটি গল্প নির্বাচন থেকে শুরু করে সবকিছুতেই। তাই দর্শকের ভালোবাসাও সব সময় আমরা পেয়ে থাকি। ইনশা আল্লাহ সামনেও পুরোপুরি আলাদা রকম কিছু হবে। সবাই ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন।’
নাটকটিতে রয়েছে দুটি গান। যার আবহ সংগীত করেছেন প্রত্যয় খান। এর মধ্যে রেজওয়ান শেখের সুর-সংগীতে ‘বুকের বামে’ লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং গেয়েছেন দিলশাদ নাহার কনা ও রেজওয়ান শেখ। অন্যদিকে রেজওয়ান শেখের সুর ও সংগীতে ‘তুমিহীনা’ নামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং গেয়েছেন মাহতিম সাকিব। গান দুটি অবমুক্ত হবে ক্যাপিটাল মিউজিক ইউটিউবে।