ছোটপর্দায় অল্প সময়ে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন সারিকা সাবাহ। অভিনয়ে গভীরতা আনতে নিজের প্রস্তুতি নিয়ে এখন ভাবছেন তিনি। সারিকা বলেন, ‘আমি ভালো গল্পে কাজ করতে চাই। আমার অভিনয় দক্ষতা নিয়ে আমি সন্তুষ্ট না, এখনো অনেক কিছু শেখার বাকি আছে। তাই আমার ট্রেনিংয়ের দরকার আছে।’ এ অভিনেত্রী মনে করেন, সময়ের সঙ্গে নিজেকে ঝালিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বড়পর্দার জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করতে চান তিনি। ‘আমি যদি এখন চলচ্চিত্রে কোনো চরিত্র পাই, ওইটা নিয়ে একটু ট্রেনিং নিতে চাই,’-বলেন সারিকা। এ পরিবর্তনের ইঙ্গিত অবশ্য আগে থেকেই মিলছিল। এর আগে ‘গুলমোহর’-এ দর্শক তাঁকে দেখেছেন একেবারে ভিন্ন এক চরিত্রে। সিরিজটি পরিচালনা করেছেন সৈয়দ আহমেদ শাওকী। এতে পারিবারিক রহস্যভিত্তিক গল্পে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন সারিকা। ব্যক্তিগত জীবন এবং অভিনয় জগৎকে সুষ্ঠুভাবে ব্যালেন্স করতে কিছুদিন বিরতিও নিয়েছিলেন এ অভিনেত্রী। এখন নতুন উদ্যমে ফিরেছি, তবে আগের মতো হুটহাট কোনো প্রজেক্টে কাজ করব না।