কণ্ঠশিল্পীর পাশাপাশি নিজেকে একজন সংগীত পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন কাজী শুভ। সম্প্রতি নিজের বাড়িতে একটি পূর্ণাঙ্গ স্টুডিও স্থাপন করেছেন তিনি। গত বছর থেকে গান গাওয়ার পাশাপাশি সুরকার হিসেবে কাজ শুরু করেন শুভ। এর মধ্যে পহেলা বৈশাখে প্রকাশ পেতে যাওয়া বিভিন্ন অ্যালবামে গান থাকছে তার। এর মধ্যে সময়ের জনপ্রিয় গায়িকা পূজার একক অ্যালবামে 'রটনা' শিরোনামের একটি গানের সুর করেছেন তিনি। গানটি পূজার সঙ্গে গেয়েছেনও তিনি। এ ছাড়া বিউটির একক অ্যালবামেও থাকছে একটি গান। এ প্রসঙ্গে কাজী শুভ বলেন, কণ্ঠশিল্পীর পাশাপাশি নিজেকে একজন সংগীত পরিচালক হিসেবে দেখতে চাই। আর সেই লক্ষ্যে আমি কাজ শুরু করেছি। আমার গান শ্রোতারা যেমন পছন্দ করে তেমনি আমার সুর করা গানগুলোও যদি শ্রোতারা পছন্দ করে সেটাই আমার কাছে বড় ব্যাপার। সেই উৎসাহ নিয়েই কাজ করে চলেছি। অনেকগুলো অ্যালবামের কাজ করছি এখন। গতানুগতিক ধারার বাইরের কিছু গান করছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।