প্রথমবারের মত বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের ইতিহাসে সম্পর্ূণ নতুন, ক্লাসিক এবং ইনোভেটিভ আইডিয়া নিয়ে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮ টায় এস.এ টিভিতে প্রচারিত হচ্ছে সিরিজ নাটক 'রেইনফরেস্ট'। বিভিন্ন সময়ে শ্রোতার মন ছুঁয়ে যাওয়া জনপ্রিয়, বৈচিত্র্যপূর্ণ ও নাটকীয় সব গানের ভাব অবলম্বনে নির্মিত এই নাটক ইতিমধ্যেই দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে বলে জানিয়েছেন এস.এ টিভি কর্তৃপক্ষ। এ নাটকের প্রতিটি আলাদা আলাদা গানের গল্পে এ পর্যন্ত অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র তারকা আমিন খান, সজল, কুসুম শিকদার, বিন্দু, ফারহানা মিলি, নাইম, ভাবনা, কল্যাণ, শাহেদ আলী সুজন সহ আরো অনেকে। নতুন গল্পগুলো আসছে জনপ্রিয় আরো সব তারকাদের নিয়ে। নাটকটি সম্পর্কে পরিচালক অনন্য ইমন বলেন, 'জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত, বাংলা ক্লাসিক্যাল এবং মন ছুঁয়ে যাওয়া ওয়েস্টার্ন ক্লাসিক্যাল গল্পনির্ভর গানগুলোকে প্রাধান্য দিয়ে ধারাবাহিকটি সাজানো হয়েছে। পর্যায়ক্রমে অনুমতি সাপেক্ষে জনপ্রিয় বাংলা ব্যান্ড, আধুনিক এবং ফোক গানগুলোকেও নাটকের অন্তর্ভুক্ত করা হবে।'