ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের যৌথ উদ্যোগে বাংলা একাডেমির বইমেলায় তামাক ও ধূমপানের ক্ষতিকর বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ ও ছটকু আহমেদ। এছাড়া ট্রাস্ট এর ন্যাশনাল এডভোকেসি সৈয়দা অনন্যা রহমান, সাফ এর নির্বাহী পরিচালক মীর আবদুর রাজ্জাক, বিউটিফুল ফিউচার এর নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন। কাজী হায়াৎ বলেন, ধূমপানের মাধ্যমে নেশার শুরু হয়। নেশা থেকে দূরে রাখতে হলে তরুণ প্রজন্মকে ধূমপান থেকে দূরে রাখতে হবে। সব ধরনের নেশা থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ছটকু আহমেদ বলেন, ধূমপান বা তামাক সেবন শুধু স্বাস্থ্যগত দিক থেকেই নয়, এটা মানসিক, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় দিক থেকেও মারাত্মক ক্ষতিকর। তাই বিড়ি-সিগারেটসহ তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী প্রদানসহ মানুষের মধ্যে তামাকের বহুমাত্রিক ক্ষতির প্রচারণা বাড়াতে হবে।