আজ রাত ১১ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে লাইভ গানের অনুষ্ঠান 'তোমায় গান শোনাবো'। এতে গান পরিবেশন করবেন নজরুলসঙ্গীত শিল্পী ইয়াসমিন মুশতারী। বৈঠকি ঘরানার এ অনুষ্ঠানে নিজের পছন্দ ও দর্শকদের অনুরোধে বেশ কিছু গান পরিবেশন করবেন তিনি। গানের পাশাপাশি কথা বলবেন নিজের জীবনযাত্রা ও সংগীতের নানা দিক নিয়ে। অনুষ্ঠানটি উপস্থাপনায় কৌশিক শংকর দাশ।