বিশ্বে সাড়া জাগানো ছবি 'অ্যাভাটার'-এর থ্রি ডি ভার্সন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে আগামীকাল।'টাইটানিক'খ্যাত পরিচালক জেমস ক্যামেরন নির্মাণ করেছেন 'আ্যাভাটার' ছবিটি। ২০০৯ সালে মুক্তির পরপরই ছবিটি জয় করে নিয়েছে কোটি দর্শকের হৃদয় এবং কাঁপিয়ে দিয়েছে বঙ্ অফিস। হলিউড ইতিহাসে অন্যতম ব্যয়বহুল এই ছবি নির্মাণে সবমিলিয়ে খরচ হয়েছে ২৩৭ মিলিয়ন ডলার। বাণিজ্যিকভাবে ব্যাপক সাফল্যের পাশাপাশি ৮২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ ছবিটি তিনটি ক্যাটাগরিতে পুরস্কার পায়। তার আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এ জিতে নেয় একাধিক পুরস্কার। আজ ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।