'এবার নাচবে তুমিও'- এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু হলো একটি আন্তর্জাতিক মানের নতুন নাচের প্রতিষ্ঠানের কার্যক্রম। সম্প্রতি কোকাবুরা অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড স্কুল কালচারাল একাডেমির কার্যক্রম শুরু উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা, লায়লা হাসান, শিরীন বকুল, শানারই দেবী শানু, অাঁখি, পাপড়ি ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জিনাত কবীর তিথী এবং নৃত্য প্রশিক্ষক ইভান শাহরিয়ার সোহাগ। সংবাদ সম্মেলনে জানানো হয়, মূলত এ প্রতিষ্ঠানে ৫ থেকে ১৫ বছরের যে কোনো শিক্ষার্থী নাচ, গান ও ছবি অাঁকা শিখতে পারবে।
ব্যবস্থাপনা পরিচালক তিথী বলেন, আমরা চেষ্টা করছি, বাংলাদেশে আন্তর্জাতিক মানের কালচারাল একাডেমি গড়ে তুলতে। আশা করছি, আমাদের এই প্রচেষ্টা সফল হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দেবাশীষ বিশ্বাস।