শাহরুখ, সালমান, আমিরের জনপ্রিয়তাকে টেক্কা দিয়ে 'টু স্টেটস' এখন ভারতের প্রতীক্ষিত ছবির তালিকায়। ছবিতে উত্তর ভারতের ছেলের ভূমিকায় অভিনয় করছেন অর্জুন কাপুর ও দক্ষিণ ভারতের মেয়ের ভূমিকায় আলিয়া ভাট। এই ছবিতে প্রথমবারের জন্য পর্দায় একসঙ্গে আসছেন অর্জুন ও আলিয়া। দুই নবাগতের জুটি পর্দায় দেখতে আগ্রহী দর্শকও। করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার দিয়ে বলিউডে আত্দপ্রকাশের পর হাইওয়ে ছবিতে আলিয়ার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে যশরাজ ফিল্মসের ব্যানারে ইশাকজাদে ছবিতে অর্জুনের আত্দপ্রকাশ প্রশংসা পায়। আসছে ১৮ এপ্রিল মুক্তি পাচ্ছে 'টু স্টেটস'।