অসুস্থতা ও ভালো গল্প না পাওয়ায় দীর্ঘদিন ক্যামেরার সামনে দাঁড়াননি নায়করাজ রাজ্জাক। অবশেষে বড় পর্দার অভিনয়ে ফিরলেন তিনি। গত শনিবার তারই প্রযোজনায় বাপ্পারাজ পরিচালিত 'কার্তুজ' চলচ্চিত্রের শুটিং শুরু হলো। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন নায়করাজ। প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদের লেখা পাণ্ডুলিপিতে নির্মাণ হচ্ছে অ্যাকশন-ফ্যামিলি ড্রামানির্ভর এ চলচ্চিত্রটি। শনিবার এফডিসিতে চলচ্চিত্রটির মহরত ঘোষণা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। চলচ্চিত্রের অন্য অভিনয়শিল্পীরা হলেন_ বাপ্পারাজ, সম্রাট, নিপুণ, সোহান খান, মিজু আহমেদ প্রমুখ। বর্তমানে এফডিসিতে এর ইনডোর শুটিং চলছে।