এ বছর জি-সিনে পুরস্কার প্রদান আসর থেকে সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন 'বলিউড বাদশাহ' শাহরুখ খান। অনুষ্ঠানটিতে মঞ্চ পরিবেশনায়ও অংশ নিয়েছেন তিনি। অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী ও গায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। শাহরুখের মঞ্চ পরিবেশনার সময় ক্যামেরায় ধারণ করা প্রিয়াঙ্কার অভিব্যক্তি যাতে টিভিতে দেখানো না হয় জি-সিনে কর্তৃপক্ষকে সেই নির্দেশ দিয়েছেন কিং খান। শাহরুখের এমন রহস্যময় সিদ্ধান্তের পেছনের কারণ অবশ্য জানা যায়নি।
শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার ঘনিষ্ঠতার খবরে একটা সময়ে তোলপাড় উঠেছিল বলিউডে। অশান্তির ঢেউ উঠেছিল শাহরুখ-গৌরীর দীর্ঘদিনের সুখী দাম্পত্য জীবনে।