সিরিয়ার শরণার্থীদের চমকে দিতে ২৪ ফেব্রুয়ারি লেবানন সফরে যান হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।যুক্তরাষ্ট্রের শরণার্থীবিষয়ক হাইকমিশনের শুভেচ্ছা দূত হলেন জোলি। তিনি শরণার্থীদের বিষয়ে সচেতনতা বৃদ্ধি প্রসঙ্গে তার ওই সফরে কথা বলেন লেবাননের প্রধানমন্ত্রী তাম্মাম সালামের সঙ্গে। লেবাননে গৃহযুদ্ধের কারণে গৃহহারা হয়ে পড়েছেন অনেক মানুষ। আর তাদের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে এই পদক্ষেপ গ্রহণ করেছেন জোলি। জোলি তার এই সফরে বেশ কয়েকজন অনাথ শিশুর সঙ্গেও দেখা করেন। এ সফর সম্পর্কে তিনি বলেন, 'শরণার্থী শিশুদের সঙ্গে দেখা করে সত্যিই আনন্দিত আমি।