বলিউডে অনেকেই তাকে মুডি অভিনেতা বলে থাকনে। কিন্তু বাস্তবজীবনে সমাজ সেবক হিসেবে বেশ জনপ্রিয়তা রয়েছে তার। বলছি বলিউডের দাবাং নায়ক সালমান খানের কথা।
সমাজ সেবার অংশ হিসেবে এবার একেবারেই অভিনব পদক্ষেপ বেছে নিলেন তিনি। প্রতিবন্ধীদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সালমান খান। তৈরি করলেন বিশেষ হেল্পিং সেল।
সালমানের এই হেল্প প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের শুধু চিকিৎসার জন্য সাহায্যই করবে না, নিজেদের কেরিয়ার তৈরি করার নানা ট্রেনিং দেওয়ারও ব্যবস্থা করবে।
সালমানের পরিকল্পনা অনুযায়ী, প্রতিবন্ধীদের চাকরির জন্য বিশেষ প্লেসমেন্ট সেলের ব্যবস্থাও থাকবে। এই সাধু উদ্যোগে সালমানের পাশে দাঁড়িয়েছেন অভয় দেওয়াল, রাহুল বসু, সানি লিয়ন। এমনকি সালমানকে সাধুবাদ জানিয়েছেন আমির খানও।