সারা দুনিয়া এখন অস্কার অ্যাওয়ার্ডের আলোচনায় মুখর। কারা কারা জিতে নেবেন বিশ্ব সেরার খেতাব তা নিয়েই জল্পনা-কল্পনা চলছে। আর ঠিক এমন সময়ে মুম্বাই মেতে উঠেছে অস্কার নিয়ে অন্য খবরে। শিরোনামে উঠল গায়ক শঙ্কর মহাদেবনের নাম।
খবরটা হল, 'মুজসে হোগি শুরুয়াত' গানের জন্য অস্কারে মনোনীত হলেন শঙ্কর মহাদেবন। সামাজিক সচেতনতা বাড়াতে, সামাজিক অগ্রগতিতে ইন্ধন জোগাতে প্রতিবারই অস্কার বিশেষ অনেস্টি পুরস্কারের ব্যবস্থা করে। আর এবার সেই পুরস্কারের মনোনয়নের তালিকায় নাম উঠলো শঙ্কর মহাদেবন ও তার দলের।
চার মিনিটের এই গানটিতে শঙ্কর ছাড়াও গেয়েছেন সুকৃতি কক্কর, প্রকৃতি কক্কর, চেতন নায়ক। গানটিতে সুর দিয়েছেন সৌমিলি ও সিদ্ধার্থ। পাঁচটি বিদেশি ভাষার গানের সঙ্গে অস্কারের মাঠে লড়তে যাচ্ছে শঙ্কর মহাদেবনের 'মুঝছে হোগি শুরুয়াত'।