মেয়ে আলিয়া ভাট 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ও 'হাইওয়ে' ছবিতে প্রশংসা কুড়িয়েছেন। এবার মেয়ের সাফল্যকে সঙ্গে নিয়েই মহেশ ভাট ছেলে রাহুলকে আনতে চলেছেন সিনেপর্দায়। ছবির নাম 'ব্যাড'। ছবিটি পরিচালনা করছেন পুজা ভাট।
বাবা মহেশের সঙ্গে সর্ম্পকটা যে মধুর নয় তা বহু আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন রাহুল। প্রথম থেকেই তিনি বলতেন মহেশ তাকে কখনই ছেলের মর্যাদা দেননি। তাই মহেশের সঙ্গে কোনোরকম আবেগের ব্যাপার নেই তার। তবে এ বিষয়ে কখনোই মন্তব্য করেননি মহেশ ভাট। এখন সিনেমার হাত ধরে বাবা-ছেলের সম্পর্কে ছন্দ ফিরবে বলেই মনে করছেন অনেকে।
মহেশ ভাট বলেন, এতোদিন রাহুলের উপযুক্ত চিত্রনাট্য লিখে উঠতে পারিনি বলেই ক্যামেরার সামনে আনতে পারিনি তাকে। আশা করি 'ব্যাড' সিনেমার মধ্যে দিয়ে রাহুলের সিনেযাত্রাটা ভালই হবে।