আজ প্রয়াত কণ্ঠশিল্পী আজম খানের জন্মদিন। আর এই জন্মদিনটিকে স্মরণ করে রাখতে অনলাইনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছেন প্রমিথিউসের ব্যান্ড প্রধান বিপ্লব। অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবেwww.protubedb.com। আর অনুষ্ঠানটি শুনতে পাওয়া যাবে 'রেডিও হৈ চৈ'-এর মাধ্যমে। অনুষ্ঠান প্রসঙ্গে বিপ্লব বলেন, 'আজকের এই দিনটিকে আমরা 'গুরু দিবস' ঘোষণা করেছি। আর এই দিনটিকে স্মরণ করে রাখতে আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাব তার কাছের কিছু মানুষকে। তাদের মুখ থেকে শুনব আজম ভাইকে নিয়ে নানা কথা। অনুষ্ঠানে আরও থাকছে আজম ভাইয়ের প্রিয় গানগুলো। বিশেষ করে কিছু দিন আগে ১৫টি ব্যান্ড মিলে আজম ভাইকে নিয়ে একটি গান গেয়েছিল। সেই গানটিও থাকছে এই অনুষ্ঠানে। আর অনুষ্ঠানটি দর্শকরা দেখতে পাবে www.protubedb.com এই সাইডে। আর অনুষ্ঠানটি আয়োজন করছে www.levelzerodb.com।