নিজের ব্যবহারের জন্য হার্লি ডেভিডসন মোটরবাইক কিনেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেটি চালিয়েই শুটিংস্পটে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। টিভি রিয়েলিটি শো 'খাতরো কি খিলাড়ি'র তৃতীয় সিজনে প্রিয়াঙ্কা তার সাহসের পরিচয় দিয়েছিলেন। এই শোয়ের উপস্থাপনায় ছিলেন প্রিয়াঙ্কা। সেখানে বাইক চালানোতে তার পারদর্শিতার প্রমাণ দিয়েছিলেন ওই অভিনেত্রী। একটি স্কুটির বিজ্ঞাপনেও কাজ করেছেন প্রিয়াঙ্কা। ২০১২ সালে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও বাইকে উপস্থিত হয়েছিলেন তিনি। সেদিন তার ওই আগমন সবাইকে বেশ অবাক করেছিল। অভিনয় এবং সংগীত দুক্ষেত্রেই সফলভাবে এগোচ্ছেন প্রিয়াঙ্কা। আন্তর্জাতিক মহলেও 'এক্সোটিক' মিউজিক ভিডিওর সুবাদে অর্জন করেছেন সুনাম। হার্লি ডেভিডসনের আগে প্রিয়াঙ্কা দুই কোটি রুপির একটি রোলস রয়েস গাড়ি।