শহীদ মিনারে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী পথনাট্যোৎসব
'পথনাটকে লড়াই আমার-অসাম্প্রদায়িক দেশ গড়ার' এই স্লোগান নিয়ে বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে কাল কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী পথনাট্যোৎসব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকাল ৫টায় এই উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। পরিষদের সভাপতি মান্নান হীরার সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন কেরামত মওলা, নাট্যব্যক্তিত্ব মলয় ভৌমিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, সহ-সভাপতি গোলাম কুদ্দুছ। এ আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক আহাম্মেদ গিয়াস। স্বাগত বক্তব্য রাখবেন পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সাত দিনব্যাপী এই উৎসবে মোট ৪১টি নাটক প্রদর্শন করা হবে। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শিত হবে উৎসবের নাটকগুলো। গতকাল সকালে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উৎসবের আয়োজক সংগঠক বাংলাদেশ পথনাটক পরিষদ।
উৎসবের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পরিষদের সহ-সভাপতি মফিজুর রহমান লাল্টু, গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রচার সম্পাদক মীর জাহিদ, অলোক বসু, উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক আহাম্মেদ গিয়াস, পরিষদের প্রচার সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ প্রমুখ।
আগামী ৭ মার্চ শেষ হবে সপ্তাহব্যাপী এই পথনাট্যোৎসব।
শিল্পকলায় শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব ২০১৪
'শিশু বান্ধব সমাজ চাই' এ প্রত্যয় নিয়ে পিপল্স থিয়েটার অ্যাসোসিয়েশনের আয়োজনে কাল শিল্পকলায় শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব ২০১৪। উৎসবের নাটকগুলো মঞ্চস্থ হবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, এঙ্পেরিমেন্টাল থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হলে। আট দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, এনডিসি, শিল্পী মুস্তাফা মনোয়ার, আইটিআই বিশ্ব সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার এবং পিপল্স থিয়েটার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এস এম মহসীন।
আজ শহীদ মিনারে অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন ও বাংলা বর্ণ লেখা প্রতিযোগিতা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৪ উপলক্ষে শিশু একাডেমির আয়োজনে শহীদ মিনারে শুরু হচ্ছে শিশুদের চিত্রাঙ্কন ও বাংলা বর্ণ লেখা প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাষাসংগ্রামী, কবি ও লেখক আহমদ রফিক এবং চিত্রশিল্পী হাশেম খান।
সোনারগাঁয়ে আজ 'চিত্রাঙ্গদা'
নারায়ণগঞ্জের সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে আজ সন্ধ্যায় মঞ্চস্থ হবে স্বপ্নদলের গীতিনৃত্যনাট্য 'চিত্রাঙ্গদা'। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অবলম্বনে 'চিত্রাঙ্গদা'র নির্দেশনায় রয়েছেন জাহিদ রিপন। গীতিনৃত্যনাট্যটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন স্বপ্নদলের নাট্যকর্মীরা।