এডিটর'স গেস্ট-এ স্পিকার শিরীন শারমিন চৌধুরী
আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান 'এডিটর'স গেস্ট'। মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েমের উপস্থাপনায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বর্তমান সংসদের গ্রহণযোগ্যতা, কার্যকারিতা, এ ছাড়া সংসদীয় কমিটির ভূমিকা, সংসদ সদস্যদের গুণগত মান, সুযোগ-সুবিধার বিষয়ে কথা বলবেন তিনি।
ভালোবাসা ১০১
এনটিভিতে আজ বেলা ২টা ৩৫ মিনিটে প্রচার হবে এয়ারটেল নিবেদিত বিশেষ টেলিফিল্ম 'ভালোবাসা ১০১'। রেদওয়ান রনি'র রচনা ও পরিচলনায় এই টেলিফিল্মে অভিনয় করেছেন সাজু খাদেম, মাজনুন মিজান, মেহজাবিন চৌধুরী, মিশু সাবি্বর, সিয়াম, সালমান, মুমতাহিনা টয়া, এমিলি জান্নাত, সাফা কবির ও সাঈম সাদাত প্রমুখ।
লাইভে 'চিরকুট'
এসএ টিভিতে প্রচার হচ্ছে 'এসএ লাইভ স্টুডিও' নামের গানের অনুষ্ঠান। প্রতি শুক্রবার রাত ১১টায় প্রচারিত হচ্ছে এই মিউজিক্যাল প্রোগ্রামটি। প্রতি আয়োজনে অংশগ্রহণ করছে দেশের সংগীত জগতের জনপ্রিয় ব্যান্ড দলগুলো। সরাসরি এই অনুষ্ঠানে দর্শকের ফোনকলের পাশাপাশি থাকছে ভিডিও কল।