কণা ও পারভেজ আগে কিছু গানে দ্বৈতকণ্ঠ দিয়েছেন। কিন্তু এবার তারা প্লে-ব্যাক করলেন একসঙ্গে। মুহম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় তৃতীয় চলচ্চিত্র 'তারকাঁটা'য় গাইলেন তারা। সম্প্রতি গানটি রেকর্ডিং হয়েছে। এটি লিখেছেন জনি হক। সুর ও সংগীত আরফিন রুমীর। গানটি ছবির শিরোনাম সংগীত হিসেবে ব্যবহৃত হবে। গানটি যাবে ছবির অভিনয়শিল্পী আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মীমের ঠোঁটে।
নির্মাতা জানান, এরই মাঝে 'তারকাঁটা'র ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। আগামী মাসের মাঝামাঝি পুরো ছবির শুটিং শেষ হবে। তিনি বলেন, 'পরিকল্পনা অনুযায়ী এখনো সব ঠিকমতো করতে পেরেছি।'