প্রেমের কথা অস্বীকার করাই বলিউডের চিরায়ত রীতি। তবে এ ক্ষেত্রে উল্টো পথেই যেন হাঁটছেন বাঙালি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী বিপাশা বসু এবং 'লাভ স্টোরি ২০৫০' তারকা হারমান বাওয়েজা। এই জুটির প্রেম নিয়ে অনেক দিন ধরেই বলিউডে জোর গুঞ্জন। শুরু থেকে মুখে কুলুপ এঁটে রাখলেও সপ্তাহখানেক আগে জনসমক্ষে বিপাশার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন হারমান। পরে বিপাশাও হারমানকে মনের মানুষ বলে স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেছেন, 'আমি হারমানের ভালোবাসায় ডুবে আছি।' হারমানের সঙ্গে প্রেমের কথা সবাইকে জানানোর জন্য সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় খুদে ব্লগসাইট টুইটারকে বেছে নেন বিপাশা।