জুনিয়র ২০১৩ সালে হলিউডে সবচেয়ে বেশি আয় করেছেন 'আয়রন ম্যান' তারকা রবার্ট ডাউনি জুনিয়র। সম্প্রতি এক জরিপে গত এক বছরে হলিউডের সর্বাধিক আয়কারী অভিনেতাদের নামের তালিকায় শীর্ষে উঠে এসেছে ৪৮ বছর বয়সী এ তারকা অভিনেতার নাম। তার আয়ের পরিমাণ ৭৫ মিলিয়ন মার্কিন ডলার। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন চ্যানিং ট্যাটুম। ২০১৩ সালে তিনি আয় করেছেন ৬০ মিলিয়ন ডলার। আর ৫৫ মিলিয়ন ডলার আয় করে তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন হিউ জ্যাকম্যান। জ্যাকম্যানের পরই ঠাঁই পেয়েছে মার্ক হোয়েলবার্গের নাম। তার আয়ের পরিমাণ ৫১ মিলিয়ন ডলার। খবরটি দর্শকের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে।