‘মুঝসে শাদি করোগি’র পর ফের সিনেপর্দায় জুটি বাঁধতে চলেছেন অক্ষয় কুমার ও সালমান খান ৷ ছবির নাম ‘ফগলি’ ৷ তবে শুধু অভিনয় নয়, এ ছবির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন অক্ষয় কুমার ৷
শোনা গেছে, ছবির শ্যুটিং নিয়ে বেশ চিন্তিত অক্ষয় ৷ সময় মতো সেটেও আসছেন, অভিনয়ের বাইরে পুরো দায়িত্বও নিচ্ছেন অক্ষয় ৷ এমনকি এই প্রথম ‘ফগলি’ ডাবিংয়ে দুটো শিফটেই কাজ করছেন অক্ষয় ৷ সল্লুকেও অনুরোধ করেছেন ‘ফগলি’র জন্য বেশি সময় খরচ করতে ৷
অক্ষয় জানিয়েছেন, ‘ফগলি' পুরোপুরি একটা বিনোদনভিত্তিক ছবি।
এদিকে সালমানের সঙ্গে ফের জুটি বেঁধে বেশ খোশমেজাজে আছেন অক্ষয়। জানিয়েছেন, ছবিতে সল্লু ও তাঁর একটি জম্পেশ আইটেম নাচও আছে, যা কিনা টেক্কা দিতে পারে বলিউডের শীলা, মুন্নি, লায়লা, বেবি ডলদেরও!