অনেকটা সময় পর আবারও চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বিশিষ্ট অভিনেতা হাসান ইমাম। সম্প্রতি 'হানিমুন' শিরোনামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি নির্মাণ করছেন সাফি উদ্দিন সাফি। ১ মার্চ থেকে কঙ্বাজারে এর শুটিং শুরু হবে। এ ছবিতে আরও অভিনয় করছেন বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহী। রোমান্টিক ঘরানার কাহিনী নিয়ে এর গল্প গড়ে উঠেছে। এ প্রসঙ্গে হাসান ইমাম বলেন, 'আমার অভিনয় জীবনের ৬০ বছর পূর্তির পর প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করেতে যাচ্ছি। মনে হচ্ছে এই তো সেদিন প্রাণের টানে অভিনয়টা শুরু করেছিলাম। এখনো চিত্রনির্মাতারা অভিনয় করতে ডাকছেন ভেবে ভালো লাগছে।