দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌস কাল থেকে কলকাতার নতুন একটি চলচ্চিত্রে কাজ শুরু করছেন। চলচ্চিত্রের শিরোনাম 'ফিরে যাস না'। চলচ্চিত্রটি পরিচালনা করবেন রামদা। ফেরদৌসের বিপরীতে অভিনয় করবেন রূপসা। গল্পে দেখা যাবে বাংলাদেশের ছেলে আজগর আলী [ফেরদৌস] দুর্গাপূজায় কলকাতায় বেড়াতে যায়। সেখানে পরিচয় হয় রূপসার সঙ্গে। সে কট্টর হিন্দু পরিবারের মেয়ে। দুজনের মধ্যে একসময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় রূপসার পরিবার। একসময় আজগর আলী দেশে ফিরে আসতে চায়। রূপসা আকুল হয়ে তাকে বলে ফিরে যাস না। অবশেষে দুজন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শুরু হয় দ্বন্দ্ব-সংঘাত।
ফেরদৌস বলেন, একেবারেই অন্যরকম গল্পে নির্মাণ হচ্ছে চলচ্চিত্রটি। চরিত্রও আমার খুব পছন্দ হয়েছে। কাজ করতে যাচ্ছি বলে অত্যন্ত ভালো লাগছে। প্রথমবারের মতো দুই দেশের দুই ধর্মের দুটি ছেলেমেয়ে প্রেমের গল্পে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।
এদিকে ফেরদৌস জানান, সম্প্রতি বিগ বাংলা ব্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন তিনি। ১৪ মার্চ ঢাকায় সংগঠনটির ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। গুলশান থেকে সংসদ ভবন পর্যন্ত এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে।