এ সময়ের জনপ্রিয় গায়কদের মধ্যে অন্যতম একজন বেলাল খান। সুরকার হিসেবেও তার বেশ খ্যাতি রয়েছে। এবার ভালোবাসা দিবস উপলক্ষে নিজের প্রথম মিঙ্ড অ্যালবাম প্রকাশ করেছেন বেলাল। 'শুনতে কি পাও' শিরোনামের এ অ্যালবামটি প্রকাশ করেছে সংগীতা। এতে একটি গানের ডাবল ভার্সনসহ মোট গান রয়েছে ৯টি। এর মধ্যে ৪টি দ্বৈত। বাকিগুলো একক। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মুশফিক লিটু, বেলাল খান, তানভীর শাহীন, কর্নিয়া, নওমী, মোহনা, সূচী ও সুহানা দেওয়ান। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী, আহমেদ রিজভী, রবিউল ইসলাম জীবন, নীহার আহমেদ, সোমেশ্বর অলি, মাহমুদ মানজুর ও মেহেদী হাসান লিমন।
বেলাল খান বলেন, 'অনেক দিনের স্বপ্ন ছিল নিজের সুরে পূর্ণাঙ্গ একটি মিঙ্ড অ্যালবাম প্রকাশ করার। এবার সেটা করতে পেরে খুব ভালো লাগছে। বর্তমান সময়ের কথা মাথায় রেখেই গানগুলো তৈরি করেছি।