শোধ
শাহাদাত হোসেন সুজনের পরিচালনায় এবং সৌরভের রচনায় জিটিভিতে আজ রাত ৯টা ২৫ মিনিটে শুরু হবে নতুন ধারাবাহিক নাটক 'শোধ'। নাটকটি প্রযোজনা করছেন 'পথিক'। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মামুন, নিমা রহমান, মৌসুমী নাগ, শোয়েব, ফারজানা ছবি, মুনিয়া, স্নিগ্ধা, আরমান পারভেজ মুরাদ, জয়শ্রীকর জয়া, ইউসুফ রাসেল এবং আরও অনেকে।
ঘৃণা যখন ভালোবাসায় বদলে যায় তখন তা ইতিহাস রচনা করে। তেমনি এই গল্পটি ঘৃণা ভালোবাসায় বদলে যাওয়ার কাহিনী।
হৃদয়ে মাটি ও মানুষ
চ্যানেল আইতে আজ রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে কৃষি অর্থনীতি ও কৃষি উন্নয়নবিষয়ক তথ্যমূলক প্রামাণ্য অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষ। নিয়মিত আয়োজনের মধ্যে থাকছে কৃষি অর্থনীতি ও কৃষি উন্নয়নের ওপর মূল প্রতিবেদন, বিভিন্ন বিষয়ে মিনি প্রতিবেদন, কৃষি টিপস, সফল কৃষক ও কৃষি গবেষকদের সাক্ষাৎকার ইত্যাদি। অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করছেন শাইখ সিরাজ।
ধারাবাহিক 'প্রেমরোগ'
চলচ্চিত্রকার হাফিজউদ্দীন পরিচালিত ধারাবাহিক নাটক 'প্রেমরোগ' প্রচার হবে আজ রাত ৮টায় মোহনা টিভিতে। প্রেম ও পারিবারিক গল্পের এই নাটকটি কৌতুকধর্মী করে পর্দায় উপস্থাপন করা হয়েছে। ফজলুল করিমের লেখা এ নাটকটি ইতোমধ্যে দর্শক নজর কেড়েছে। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, কাজী হায়াৎ, প্রাণ রায়, ফারুক আহমেদ, তুষার খান, নির্জনা, রেহনা জলি, মঈন, নাদের খান, বিনয় ভদ্র, আহসান হাবিব নাসিম প্রমুখ।
'আমার আমি'তে ফাহমিদা-সামিনা
'আমার আমি'তে আজকের পর্বে অতিথি কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। অনুষ্ঠানে তারা কথা বলেছেন সংগীতের বিভিন্ন বিষয় নিয়ে। এ ছাড়া আরও বলেছেন ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা। রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় 'আমার আমি'র এ পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।
বৈরী বাতাস
এটিএন বাংলায় আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'বৈরী বাতাস'। নাটকটি যৌথভাবে রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু ও সোহান খান। পরিচালনায় জুয়েল মাহমুদ।
এতে অভিনয় করেছেন রুনা খান, আমজাদ হোসেন, ম আ সালাম, নাফিজা, লিটু আনাম, আহমেদ রুবেল, গাজী রাকায়েত, চিত্রলেখা গুহ, ডলি জহুর, নওশীন, মৌসুমী বিশ্বাস, মাহমুদুল ইসলাম মিঠু, শশী, টিসা, রহমত আলী, সোহান খান, নিশা, মৌমি, মাশিয়াত, শ্যামল প্রমুখ।
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
চ্যানেল আইতে আজ রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। রচনা আহসান আলমগীর, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয়ে মিশা সওদাগর, নাদের চৌধুরী, সোহেল খান, রওনক হাসান, পুনম হাসান জঁই, রুনা খান প্রমুখ।