টলিউডের সুপার স্টার দেবের আমন্ত্রণে সাড়া দিয়ে তার সঙ্গে দেখা করতে গেলেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। বৃহস্পতিবার রাতে দুজন একটি পাঁচ তারকা হোটেলে একসঙ্গে আলাপচারিতা ও ডিনার করেন। শাকিব খানকে দেব বলেন, ঢাকায় এসেই তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য উন্মুখ হয়েছিলেন তিনি। একপর্যায়ে নির্মাতা অনিরুদ্ধ রায় অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শাকিবের সেল নম্বর জোগাড় করে দেন দেবকে। শাকিবকে তিনি বলেন, আমরা একসঙ্গে কফি খেতে চাই। আমার আমন্ত্রণ গ্রহণ করলে কৃতার্থ হব। দেবের ডাকে সাড়া দিয়ে হোটেল ওয়েস্টিনে ছুটে গেলেন শাকিব। শাকিবকে দেখে পুলকিত হয়ে ওঠেন দেব। দীর্ঘ সময় তারা চলচ্চিত্র ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন। দেব শাকিবের ই-মেইল আইডিও চেয়ে নেন এবং নিজের সেল নম্বর ও ই-মেইল আইডি দেন। শাকিবের সঙ্গে অভিনয় করার ইচ্ছাও ব্যক্ত করেন দেব। শুধু কাজ নয়, একজন আরেকজনকে নিজ নিজ দেশে একসঙ্গে ঘুরে বেড়ানোর আমন্ত্রণও জানান। দেব শাকিবকে বলেন, তুমি শীঘ্রই আমার দেশে এলে খুবই ভালো লাগবে। একসঙ্গে মজা করে ঘুরে বেড়াব। আমিও আসব। আমরা একসঙ্গে কাজ করতে চাই।