ক্রিকেটার নাসির হোসেন এবং মডেল মেহজাবিন- দুজন দুই ভুবনের বাসিন্দা। কিন্তু দুজনই পরিচিত মুখ মানুষের কাছে। এবার দুজন একত্র হলেন। একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তারা। সম্প্রতি ঢাকার অদূরে সাভারের জিরাবোতে বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে। আদনান আল রাজীবের পরিচালনায় নির্মিত বিজ্ঞাপনটি মার্চের প্রথম সপ্তাহে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হতে পারে বলে জানান মেহজাবিন। তিনি বলেন, 'খুব মজা করে কাজটি করেছি। নাসির হোসেন আমার প্রিয় একজন ক্রিকেটার। তিনি মাঠে যেমন সিরিয়াস, তেমনি বিজ্ঞাপনের শুটিংয়েও সিরিয়াস ছিলেন। শুটিংয়ের ফাঁকে আড্ডাটাও জমেছে বেশ। দর্শক বিজ্ঞাপনটি উপভোগ করবেন।'