'কুইন' ছবির প্রচারণার বাইরে বর্তমানে আরও দুটি নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কঙ্গনা রানাওয়াত। তবে নতুন খবর হলো, নতুন আরও একটি ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। আর তাতে হৃতি্বকের বিপরীতে অভিনয় করছেন তিনি। নাম না ঠিক হওয়া এ ছবিটি পরিচালনা করছেন রাকেশ রোশন। ছবিতে শুধু কঙ্গনাই নন, আরও একজন অভিনেত্রীও অভিনয় করবেন হৃতি্বকের বিপরীতে। ছবিতে হৃতি্বকের চরিত্রটি এখনো প্রকাশ করা হয়নি। তবে এখানে একজন আবেদনময়ী বহুরূপী চোর হিসেবে অভিনয় করবেন কঙ্গনা, যে কিনা নিজের শারীরিক সৌন্দর্য দিয়ে ধনী পুরুষদের কাছে টেনে তার সবকিছু লুট করে নেয়।