পপতারকা কেটি পেরি একদিনের জন্য ধাত্রী হয়েছেন। ঘটনাচক্রে এক বন্ধুর সন্তান জন্মদানের সময় মূল সাহায্য করতে হয়েছে তাকে। ঘটনাটি ঘটেছে বুধবার। এক বন্ধুর সন্তান জন্মদানের চূড়ান্ত মুহূর্তে তার বাসায় গিয়েছিলেন কেটি। হঠাৎ উপস্থিত হওয়া কেটি নবজাত বাচ্চাটিকে আগলে রাখার কাজটি করেন। এ ঘটনাকে 'মিরাকল' হিসেবে দেখছেন ২৯ বছর বয়সী কেটি। এই কৃতিত্ব সম্পর্কে ভক্তদের অবহিত করেছেন নিজেই। টুইটার বার্তায় কেটি লিখেছেন, শেষ পর্যন্ত আমার জীবনবৃত্তান্তে 'লিভিং রুমে বাচ্চা ডেলিভারিতে সহায়তা' কথাটি যোগ করা যেতে পারে। এটা ছিল দিনের মিরাকল...!