কাজের ব্যস্ততা কেমন?
বর্তমানে আমি আমাদের দেশের চলচ্চিত্রের কাজ নিয়ে বেশি ব্যস্ত আছি। তার মধ্যে রয়েছে 'হানিমুন', 'লাভ এঙ্প্রেস', 'লাভ ইম্পসিবল', 'তারা', 'তোমার আমার প্রেম' ইত্যাদি। এ সবগুলো ছবির কাজ নিয়ে আমি বর্তমানে ব্যস্ত আছি। একসঙ্গে অনেক ছবিতে কাজ করায় মনোযোগ দিতে হচ্ছে বেশ। মাঝেমধ্যে হিমশিমও খাচ্ছি। তবে গান করাই তো আমার কাজ, তাই চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চ ভালো করার।
কলকাতার ছবিগুলোর কি অবস্থা?
আমাদের দেশের চলচ্চিত্রের জন্য কলকাতার ছবিগুলোতে কাজ করার সময় পাচ্ছি না। কিছুদিন আগে 'আমি শুধু চেয়েছি তোমায়' শিরোনামে ছবির সব গানের সংগীত পরিচালনার কথা ছিল আমার। কিন্তু কাজের ব্যস্ততার জন্য সবগুলো গানের কাজ আমি করতে পারছি না। আমি হয়তো দু-তিনটি গানে কাজ করব।
ওপার বাংলায় সর্বশেষ কাজ করেছিলেন কবে?
আমি ২০০৪ এর শেষ দিকে সর্বশেষ কলকাতায় কাজ করেছিলাম। ওই সময় আমার সংগীত পরিচালনায় ওপার বাংলায় 'ন্যায় বিচার', 'মা' ও 'অন্যায়' ইত্যাদি ছবির গানগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এখনো অফার আসে। কিন্তু হাতে বেশ কাজ থাকায় করতে পারছি না।
বর্তমানে আমাদের চলচ্চিত্রে কেমন গান হচ্ছে বলে আপনি মনে করেন?
বর্তমানে আমাদের দেশে আবারও ভালো চলচ্চিত্র বানানো শুরু হয়েছে। আর ভালো সিনেমা হলে তো গানও ভালো হবে। আমি বলব, বর্তমানে শোনার মতো যথেষ্ট ভালো গান হচ্ছে।
তার মানে সিনেমা আবার জেগে উঠেছে?
হ্যাঁ। আবারও প্রাণ ফিরে পেয়েছে চলচ্চিত্র শিল্প। একই সঙ্গে সিনেমা হলগুলোও জেগে উঠেছে। মাঝে অনেকটা সময় অভিমান করে কাজ বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার কাজ শুরু করেছি হাত খুলে। আমি মনে করি, সিনেমা দেখার জন্য সিনেমা হল একটি বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু দিন দিন আমাদের গ্রামের হলগুলো কমে যাচ্ছে। গড়ে উঠছে সিনে কমপ্লেঙ্। আমি মনে করি, এদিকে আমাদের সরকারের একটু নজর দিতে হবে।
নতুন সংগীত পরিচালকরা কেমন করছে বলে আপনি মনে করছেন?
আমাদের সংগীতাঙ্গনে নতুনরা আসবে এটি আমাদের জন্য একটি ভালো দিক। আর বর্তমানে অনেক নতুন পরিচালক ভালো করছে। কিন্তু এই ভালো করাটা তাদের ধরে রাখতে হবে। দু-একটি গান হিট হলেই যে সে ভালো মানের পরিচালক তা কিন্তু নয়। তাকে এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আমি সংগীত জগতে আছি তা প্রায় ২০ বছর। আমি এখনো মনে করি, আমার অনেক শেখার বাকি আছে।
ওপার বাংলার সঙ্গে আবার যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। কি ভাবছেন?
ভালো উদ্যোগ। যদি দুই বাংলার শিল্পীরা সমান সম্মান পায়, তবে ভালো হবে। সে ক্ষেত্রে চলচ্চিত্রের বাজারটাও বড় হবে।
* আলী আফতাব